স্বজনপ্রীতি নয়, আইনের শাসনই হোক গ্রামীণ ন্যায়বিচারের ভিত্তি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ
দূর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে গ্রাম আদালতকে গতিশীল করার আহ্বান জেলা প্রশাসকের
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) তারিক আল মেহেদী, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আতিকুর রহমান এবং ইউএডিপি প্রজেক্ট এনালিস্ট মো. শাহাদাত হোসেন। এ ছাড়া জেলা প্রশাসনের কর্মকর্তাসহ জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “দূর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে আইনের মধ্যে থেকে আন্তরিকতার সহিত কাজ করতে হবে। গ্রাম আদালত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি বড় মাধ্যম। তাই এর কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করতে হবে।”
তিনি উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ন্যায়, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সমস্যার সমাধানে কাজ করার আহ্বান জানান।
বিআলো/তুরাগ