মুকসুদপুরে সাংবাদিকের অফিসে চুরির অভিযোগ
বাদশাহ মিয়া, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুরে দৈনিক আজকালের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সহিদুলের আঞ্চলিক অফিসে চুরির অভিযোগে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিন জলিরপাড়ে অবস্থানরত ওই অফিসটি গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে বন্ধ করে বাড়ি যাওয়ার পর বিকেলে (রবিবার) অফিস খোলার সময় সেখানে গৃহীত অবস্থার সঙ্গে মিললো না—ফাইলপত্র এলোমেলো, অফিসে ব্যবহৃত কম্পিউটার, মনিটর ও একটি ভিডিও ক্যামেরা অনুপস্থিত ছিল। অভিযুক্ত হিসেবে তিনি শুকুর আলী চোকদারের নাম উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে, শুকুর আলী ওই অফিসে নিয়মিত যাতায়াত করতেন এবং সেই সুবাদে তিনি বা অন্য অজ্ঞাত ব্যক্তি চুরিতে জড়িত থাকতে পারেন।
সহিদুল সাংবাদিক বলেন, “আমি প্রতিদিন দুপুর বা বিকালে অফিসে বসি; ঘটনার দিন রাতেই অফিস বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। পরদিন এসে দেখি ব্যবহার্য সামগ্রী চুরি হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঘটনায় মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। তারা অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
ঘটনায় সংশ্লিষ্টদের কথা জানার চেষ্টা করা হলেও তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। থানায় লিখিত অভিযোগ নথিভুক্ত হওয়ার পরে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
বিআলো/এফএইচএস