কয়রায় কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক
মুশফিকুর রহমান, কয়রা: খুলনার কয়রায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ সময় মিজানুর রহমান (আংটিয়ারা গ্রামের বাসিন্দা) নামের এক শিকারিকে আটক করা হয়েছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট আংটিয়ারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস এবং ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ জব্দ করা হয়। অভিযুক্ত মিজানুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত ছিলেন। আটককৃত শিকারিকে জব্দকৃত মালামালসহ কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, “বন্যপ্রাণী হত্যা ও পাচার আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বনাঞ্চলে হরিণ শিকার করে মাংস বিক্রির চেষ্টা করছেন, যার কারণে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে এবং নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।
বিআলো/এফএইচএস