বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনের ফাঁসি
বরিশাল ব্যুরো: বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন।
পাবলিক প্রসিকিউটরের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে হিজলা উপজেলার পূর্ব কোড়ালিয়া গ্রামে ভিকটিম নারীকে জোড়পূর্বক ধর্ষণ করে কবির আকন ও জব্বার ব্যাপারী। পরে বিষয়টি প্রকাশের আশঙ্কায় তাঁরা ওই নারীকে হত্যা করে খালে লাশ ফেলে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) এবং ৩০ ধারায় অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল মামলাটি প্রমাণিত ঘোষণা করে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিচারক রাকিব হোসেন আসামী কবির আকন ও জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন।
বাদী পক্ষ জানিয়েছে, আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বিআলো/এফএইচএস