ইবিতে দুইদিনব্যাপী শরৎ সম্ভাষণ অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুইদিনব্যাপী শরৎ সম্ভাষণ অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক ও পরিবেশবান্ধব সংগঠন ‘অভয়ারণ্য’-এর আয়োজনে ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিনোদন ‘বায়োস্কোপ’ প্রদর্শিত হয়, যা দেখতে শিক্ষার্থীরা ভিড় জমায়। এছাড়া মৃৎশিল্প, ভেলা ভেলা মেঘের দলা ও উন্মুক্ত খাঁচা প্রদর্শনের মাধ্যমে ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে আগুন জ্বালিয়ে মশাল গান পরিবেশিত হয়।
অভয়ারণ্যের সভাপতি নিয়ামুল ফারাবী বলেন, “প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন সজ্জা দিয়ে অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে, যা পরিবেশবান্ধব। ঝুলানো কাগজের মেঘ, পাখি ও শরৎ ঘন ডেকোরেশন বিশেষ আকর্ষণ যোগ করেছে। খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি—এতে উন্মুক্ত আকাশে স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে। এবারের মূল আকর্ষণ ছিল বায়োস্কোপ, যেখানে চর্যাপদ থেকে আধুনিক বাংলা সাহিত্য–সংস্কৃতি তুলে ধরা হয়েছে। এটি তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করানোর ছোট্ট প্রয়াস।”
শিক্ষার্থীরা অনুষ্ঠানটি অনবদ্য উল্লেখ করে বলেন, এতে আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাকে সামনে আনা হয়েছে, পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগও পেয়েছি।
বিআলো/এফএইচএস