ফেনীতে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীতে মঙ্গলবার সকালে পুলিশ লাইসেন্স কক্ষে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে ফেনী পুলিশ প্রশাসন ও পূজা উদযাপন কমিটির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হীরা লাল চক্রবর্তী, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জেলা ঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি এডভোকেট সমীর কর, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদক, বিভিন্ন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজা ফ্রন্ট ও কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
সভায় দুর্গাপূজা উদযাপনের সময় শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার জন্য সকলের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
বিআলো/এফএইচএস