• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সার আমদানিতে দুর্নীতির অভিযোগ: কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ 

     dailybangla 
    16th Sep 2025 7:56 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সার আমদানিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশের পর গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে আজ (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ’। সমাবেশে বক্তারা কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের অপসারণ এবং সার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, এবং অন্যান্য গণমাধ্যমকর্মী।

    বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন জাতীয় দৈনিকে সার আমদানিতে সরকারি অনিয়মের সংবাদ প্রকাশের পর কৃষি সচিব সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়েছেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করেছেন।

    সমাবেশে উল্লেখ করা হয়, প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান (সামি) তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত পোস্টে দাবি করেছেন, কৃষি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা দরপত্রের নিয়ম লঙ্ঘন করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে কোটি কোটি টাকার সার আমদানির কার্যাদেশ দিয়েছেন। একই সময়ে একই উৎস দেশ থেকে একই মানের ডিএপি ও টি-এসপি সার ভিন্ন ভিন্ন দামে একাধিক প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

    বক্তারা বলেন, সর্বনিম্ন দরদাতাকে কাজে না দিয়ে উচ্চমূল্যে অনুমোদন দেয়া হয়েছে, যা ন্যায্যতা ও সরকারি ক্রয় নীতির সরাসরি লঙ্ঘন।

    সমাবেশ থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, সার সংকট অবিলম্বে সমাধান না হলে চলতি বোরো মৌসুমের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা দেশে খাদ্য সংকট সৃষ্টি করতে পারে। তারা কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের অপসারণ, সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার বিচারের পাশাপাশি সার আমদানিতে দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930