আফগানদের বিরুদ্ধে ৮ রানের জয় টইগারদের, আশা সুপার ফোরের
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
এই জয়ে ৩ ম্যাচ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল টাইগাররা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে শ্রীলংকা। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। এই গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলংকা জিতলে, সুপার ফোরে উঠবে বাংলাদেশ। আফগানিস্তান জিতলে রান রেট বিবেচনায় আসবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৮ রানে আফগানদের হারিয়েছে টাইগাররা।
খেলার শুরুতে বাংলাদেশ টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে আফগানিস্তান।
এদিন টাইগারদের দেয়া লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে আফগানিস্তান। শূন্যরানে ১ উইকেট ও ১৮ রানে হারায় দ্বিতীয় উইকেট। এরপর রহমানুল্লাহ গুরবাজ, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খান চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
গুরবাজ ২ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৩৫ রান করেন। আজমতউল্লাহ ১ চার ও ৩ ছক্কায় করেন ৩০ রান। রশিদ খান ২ চার ও ১ ছক্কায় করেন ২০। এছাড়া গুলবাদিন ১৬ ও নবী করেন ১৫ রান। বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। নাসুম আহমেদ ৪ ওভারে ১ মেডেনসহ ১১ রান নিয়ে নেন ২টি উইকেট। রিশাদ হোসেন ৪ ওভারে ১৮ রানে নেন আরও ২টি উইকেট। তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন।
বল হাতে বাংলাদেশের মুস্তাফিজ ৩টি, নাসুম-তাসকিন ও রিশাদ ২টি করে উইকেট নেন। নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে ২শতম ম্যাচ খেলতে নেমে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৫৪/৫, ২০ ওভার (তানজিদ ৫২, সাইফ ৩০, নূও ২/২৩)।
আফগানিস্তান : ১৪৬/১০, ২০ ওভার (গুরজাব ৩৫, ওমারজাই ৩০, মুস্তাফিজ ৩/২৮)।
ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী।
বিআলো/শিলি