• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ বিমান উপদেষ্টার 

     dailybangla 
    17th Sep 2025 11:34 pm  |  অনলাইন সংস্করণ

    প্রি-ফ্লাইট ইন্সপেকশনে সর্বোচ্চ সতর্কতার আহ্বান

    নিজস্ব প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হলো “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ ও সমাধানে করণীয়” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা।

    সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশিরউদ্দীন। তিনি সাম্প্রতিক সময়ে বিমানের উড়োজাহাজে দেখা দেওয়া নানা কারিগরি সমস্যার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, বিমানের যান্ত্রিক ত্রুটি সরাসরি যাত্রীদের জীবন ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    তিনি আরও স্পষ্ট করে জানান, মানবসৃষ্ট সমস্যার ক্ষেত্রে কোনো ধরণের শিথিলতা মেনে নেওয়া হবে না। দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে প্রি-ফ্লাইট ইন্সপেকশনে আরও সচেতনতা ও সতর্কতার ওপর জোর দেন তিনি।

    সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বিমান ও সিভিল এভিয়েশন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাফিকুর রহমানসহ মন্ত্রণালয় ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

    এই বৈঠকে অংশগ্রহণকারীরা সর্বসম্মতভাবে মত দেন যে, বিমানের সুনাম ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930