সিদ্ধিরগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন গ্রেফতার
র্যাবের হাতে উদ্ধার একটি রিভলভার, একটি ফ্লেয়ার গান, ৪ রাউন্ড গুলি/কার্তুজ
রাসেদুল ইসলাম রাসেল, নারায়ণগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র্যাব সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়।
১৭ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিটে সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
এসময় একটি বিদেশি রিভলভার (Made in England খোদাই করা), একটি বিদেশি ফ্লেয়ার গান, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড কার্তুজসহ তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. খোরশেদ (৪৬), পিতা মুসলিম, মাতা সাফিয়া খাতুন ২. রিপন (৩০), পিতা লালমোহন লাল, মাতা বিপিয়া রাণী ৩. জয় (২৬), পিতা মোঃ শহীদ, মাতা জীবনী বেগম
তাদের সকলের বাড়ি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ বিদেশি অস্ত্র ব্যবহার করে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। আটককৃত অস্ত্রগুলোর কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ