• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম 

     dailybangla 
    18th Sep 2025 12:24 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

    জানা গেছে, দিনের প্রথমেই নাহিদ ইসলাম অবশিষ্ট সাক্ষ্য শুরু হয় এবং পরে তাকে জেরা করবেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

    এর আগে, ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নাহিদের সাক্ষ্যগ্রহণ চলে। কিন্তু অসম্পূর্ণ থাকায় তা আজ পর্যন্ত মুলতবি করা হয়। এ মামলায় ইতোমধ্যে ৪৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন।

    চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, নাহিদের সাক্ষ্যের মধ্য দিয়েই সাক্ষ্যগ্রহণের ধাপ শেষ হবে। এর আগে মামলার অন্যতম রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যার ঘটনা স্বীকার করেন এবং ক্ষমা চান।

    উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে। প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে হত্যাযজ্ঞ পরিচালনার অভিযোগ। মামলার চার্জশিটে মোট ৮ হাজার ৭৪৭ পৃষ্ঠার তথ্য, জব্দ তালিকা ও শহীদদের তালিকা যুক্ত করা হয়েছে। সাক্ষী হিসেবে রাখা হয়েছে ৮১ জনকে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930