• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ট্রাম্পের জন্য রাজকীয় আয়োজনে কেট মিডলটনের নজরকাড়া উপস্থিতি 

     dailybangla 
    18th Sep 2025 1:40 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর ঘিরে উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাজকীয় ভোজসভায় সবার নজর কাড়েন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা সেন্ট জর্জেস হলে এই ভোজের আয়োজন করেন।

    কেট মিডলটন হাজির হয়েছিলেন প্রয়াত প্রিন্সেস ডায়ানার প্রিয় ‘লাভার্স নট টিয়ারা’ পরে এবং ব্রিটিশ ডিজাইনার ফিলিপা লেপলির নকশা করা সোনালি রঙের গাউনে। মুক্তা ও হীরার তৈরি এই রাজকীয় মুকুটটি ১৯১৪ সালে রানি মেরির জন্য তৈরি করা হয়। পরে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ডায়ানাকে উপহার দেন। রাজপরিবারের ঐতিহ্যবাহী এ অলংকারে কেট আগেও বিভিন্ন রাজকীয় আয়োজনে হাজির হয়েছেন।

    ভোজসভায় কেটকে বসানো হয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে। সেখানে উপস্থিত ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, রাজা চার্লস এবং রানি ক্যামিলা। অনুষ্ঠানে প্রবেশের সময় কেট ও প্রিন্স উইলিয়াম একসঙ্গে আসেন। তাদের পরেই প্রবেশ করেন ট্রাম্পের কন্যা টিফানি ট্রাম্প ও তার স্বামী মাইকেল বুলস।

    দিনের শুরুতে উইলিয়াম ও কেট উইন্ডসর ক্যাসেলে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান। তখন কেট মেরুন রঙের কোট ড্রেস ও হ্যাট পরেছিলেন, আর উইলিয়াম পরেছিলেন গাঢ় স্যুট ও টাই। মেরিন ওয়ান থেকে নামার পর করমর্দনের মাধ্যমে ট্রাম্প দম্পতিকে অভ্যর্থনা জানান তারা।

    প্রসঙ্গত, ট্রাম্প আধুনিক যুগের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে দুইবার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন। এর আগে ২০১৯ সালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে আতিথেয়তা দিয়েছিলেন।

    এ সফরে ট্রাম্প দম্পতি রাজপরিবারের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে উইন্ডসর ক্যাসেলে যান, অংশ নেন আনুষ্ঠানিক অভ্যর্থনায়, মধ্যাহ্নভোজ সেরে ঘুরে দেখেন রয়্যাল কালেকশনের প্রদর্শনী। একই প্রদর্শনী পরে কেট ও উইলিয়াম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ঘুরে দেখান।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930