শৈশব থেকে কলেজভর্তি পর্যন্ত জীবনের গল্প— প্রকাশিত হলো ‘জীবনের যতিচিহ্নগুলো’
আত্মজীবনকে শব্দে বুনলেন কবি-প্রাবন্ধিক মো. নূরুল হক
গ্রামীণ আবহের শৈশব-কৈশোর নিয়ে পাঠকের কাছে এল ‘জীবনের যতিচিহ্নগুলো’
নিজস্ব প্রতিবেদক: বাংলা সাহিত্যের বহুমুখী প্রতিভার অধিকারী কবি, সমালোচক, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ নূরুল হক সম্প্রতি প্রকাশ করেছেন তার আত্মজৈবনিক গ্রন্থ ‘জীবনের যতিচিহ্নগুলো’। জলধি প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থের প্রচ্ছদ করেছেন লিটন হালদার, শিল্পী রাফাত আহমেদ বাঁধনের একটি স্কেচ অবলম্বনে। বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
শৈশব থেকে কলেজভর্তি পর্যন্ত এক অনন্য যাত্রা
৫০টি শিরোনামহীন পর্বে সাজানো এই আত্মজৈবনিক গ্রন্থে লেখক তার জন্ম থেকে শুরু করে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত সময়ের টুকরো টুকরো চিত্র তুলে ধরেছেন। শৈশব-কৈশোরের সেসব দিনগুলোতে আছে গ্রামীণ জীবনের সরলতা, কৌতূহল, হাসি-আনন্দ, আবার আছে সংগ্রাম ও বেদনাও। পাঠক এখানে কেবল লেখকের জীবনকথা নয়, বরং নিজেদেরই হারানো দিনগুলোর প্রতিচ্ছবি খুঁজে পাবেন।
সাহিত্য ও সাংবাদিকতার দুই ভুবনেই সমান পদচারণা
১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম নেওয়া নূরুল হক পেশায় সাংবাদিক হলেও সাহিত্যের নানা শাখায় রেখেছেন অনন্য অবদান। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক ইত্তেফাক, আমাদের সময়, বাংলা ট্রিবিউন, সারাবাংলা, রাইজিংবিডি, সময়ের আলো, ইত্তেফাক অনলাইন ও ঢাকা বিজনেস-এ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দৈনিক খবর সংযোগ-এর বার্তা সম্পাদক।
ছোটকাগজ থেকে বই— সৃজনশীল ধারার বিস্তার
সাহিত্যচর্চার ধারাবাহিকতায় তিনি সম্পাদনা করছেন ছোটকাগজ মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০–২০০৫) ও অনুপ্রাস (২০০১–২০০৫)। তার প্রকাশিত গ্রন্থের তালিকাও বেশ সমৃদ্ধ। কবিতার বইগুলোর মধ্যে রয়েছে মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান। প্রবন্ধগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য, সমালোচকের দায়, অহঙ্কারের সীমানা ও অন্যান্য, সাহিত্যের রাজনীতি, সমকালীন সাহিত্যচিন্তা, কবিতার সময় ও মনীষার দান, আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য, বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ, আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে, বাক-স্বাধীনতার সীমারেখা, কথাসাহিত্যের চিন্তাসূত্র। গল্পগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়েছে নবাবের একদিন।
সম্মাননা ও স্বীকৃতি
সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২০ এবং ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা। এসব অর্জন কেবল তার সাহিত্যিক অবদানের প্রমাণ নয়, বরং সাহিত্যের প্রতি একনিষ্ঠ নিষ্ঠারই বহিঃপ্রকাশ।
পাঠকের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা
‘জীবনের যতিচিহ্নগুলো’ কেবল একটি আত্মজীবনী নয়, এটি এক সাহিত্যিকের অন্তরযাত্রার দলিল। শৈশব থেকে কৈশোরের নানা বাঁক, স্মৃতি ও অভিজ্ঞতার সংমিশ্রণ পাঠককে নস্টালজিক করে তুলবে। বইটি পড়তে গিয়ে পাঠক হয়তো নিজের জীবনেরও হারানো দিনগুলো নতুন করে আবিষ্কার করবেন।
প্রসঙ্গত, মোহাম্মদ নূরুল হকের এই আত্মজৈবনিক গ্রন্থ তাই নিছক জীবনের গল্প নয়, বরং এক সাহিত্যানুরাগীর বেড়ে ওঠার ইতিহাস, যা বাংলা সাহিত্যের ভাণ্ডারে হয়ে উঠবে এক মূল্যবান সংযোজন।
বিআলো/তুরাগ