• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার 

     dailybangla 
    19th Sep 2025 11:45 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

    কোস্ট গার্ড পূর্ব জোন সূত্রে জানা যায়, টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে অপহরণের শিকার নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রাখা হয়েছিল। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে কেস্ট গার্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

    তারা জানায়, সমুদ্র পথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের জন্য নানা প্রলোভন দেখিয়ে এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে লোকজন নিয়ে গহীন পাহাড়ে বন্দি রেখেছে এমন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়।

    এ বিষয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন রয়েছে। সেখানে অভিযানের বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তারা।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930