ইসরাইলের হোটেলে ড্রোন হামলা চালাল হুথি, হোটেলে ক্ষয়ক্ষতি
আর্ন্তজাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলের ইলাত শহরের একটি হোটেলের সামনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ড্রোনটি হোটেলের প্রবেশদ্বারে এসে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও স্বাস্থ্যকর্মীরা। এই হামলার পেছনে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইলাত শহরটি ইসরায়েলের সর্বদক্ষিণে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রথম আঘাতের এক ঘণ্টা পর আরেকটি ড্রোন আটকায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরে সন্ধ্যায় হুথিরা ইসরাইলের কেন্দ্রীয় অংশের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে তেলআবিব, জেরুজালেমসহ বহু শহরে সাইরেন বাজতে থাকে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয়।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের স্থানে বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞরা কাজ করছে এবং ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। আইডিএফ বলছে, ওই ড্রোনটি প্রতিরক্ষা ব্যবস্থায় আটকানো সম্ভব না হওয়ায় তদন্ত চলছে।
দৃশ্যমান ফুটেজে দেখা গেছে, আঘাতের পর হোটেলের বাইরে আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা তা নেভাতে ব্যস্ত ছিলেন।
হুথিদের দাবি-
হুথিরা জানিয়েছে, তারা তেলআবিবে একটি ‘সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া এলাতকে লক্ষ্য করে তিনটি এবং বেয়ারশেভার দিকে আরেকটি ড্রোন পাঠানো হয়েছিল বলে দাবি করেছে তারা। এর কিছু ড্রোন ইসরাইল পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৮ মার্চ গাজায় হামাসবিরোধী অভিযান পুনরায় শুরু করার পর থেকে হুথিরা অন্তত ৮৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইসরাইলের দিকে।
এলাত এরই মধ্যে বহুবার হুথিদের হামলার লক্ষ্য হয়েছে। চলতি মাসের শুরুতে এক ড্রোন শহরের রামোন বিমানবন্দরে আঘাত হানে, এতে ক্ষয়ক্ষতি হয় এবং একজন সামান্য আহত হন।
ইসরাইল গত মঙ্গলবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে হুথি-নিয়ন্ত্রিত সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। গত মাসে সানায়া ইসরাইলি হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী নিহত হন। তখন ইসরাইল হুথি নেতৃত্বের বিরুদ্ধে ‘‘এটি কেবল শুরু’’ বলে হুঁশিয়ারি দেয়।
বিআলো/শিলি