• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এশিয়া কাপের সুপার ফোরের সূচি জেনে নিন 

     dailybangla 
    19th Sep 2025 5:21 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: জল্পনা-কল্পনা শেষে নিশ্চিত হলো বাংলাদেশ দলের সুপার ফোরে খেলা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে লিটন দাসদের যাত্রা এশিয়া কাপে দীর্ঘায়িত হলো।

    বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তোলে রশিদ খানের দল। জবাবে চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন লঙ্কানরা ৪ উইকেট হারিয়ে ৮ বল হাতে রেখেই ১৭১ রানের লক্ষ্যে পৌঁছে যায়।

    এশিয়া কাপে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে খেলবে ভারত। তবে এই ম্যাচের ফল সুপার ফোরের সূচিতে কোনো প্রভাব ফেলবে না। গ্রুপ ‘এ’ থেকে শীর্ষস্থানে থেকে সুপার ফোরে উঠবে ভারত। রানার্স আপ পাকিস্তান। আর গ্রুপ ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। আর দুইয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

    আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ।

    লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। পরের দিনই ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। সুপার ফোর পর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ বাদে বাকি সব ম্যাচ হবে দুবাইয়ে। ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও মাঠে গড়াবে দুবাইয়েই।

    সুপার ফোরের সূচি-

    ২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)

    ২১ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

    ২৩ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, আবুধাবি)

    ২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত (রাত ৮:৩০, দুবাই)

    ২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান (রাত ৮:৩০, দুবাই)

    ২৬ সেপ্টেম্বর: ভারত বনাম শ্রীলঙ্কা (রাত ৮:৩০, দুবাই)

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930