কক্সবাজারে নিখোঁজের ৩২ ঘন্টা পর খাল থেকে যুবকের লাশ উদ্ধার
চঞ্চল দাশগুপ্ত,কক্সবাজার: নিখোঁজের ৩২ ঘন্টা পর খাল থেকে মো.রিপন (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশ।আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে মালুমঘাট চা-বাগান কোনাপাড়া-মৌলভীকাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। মো.রিপন ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।স্থানীয় লোকজন জানায়, শুক্রবার দুপুরে কোনাপাড়া-মৌলভীকাটা খালে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় আরও জানায়, বুধবার রাতে চার যুবক চা বাগান এলাকায় বিলের মধ্যখানে একটি টং ঘরে বসে মাদক সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে লোকজন তাদের ধাওয়া দিলে খালে ঝাপ দেন তারা। পরে তিন যুবক সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ ছিলেন রিপন। শুক্রবার দুপুর ১২ টার দিকে রিপনের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চকরিয়া থানার এসআই জাকির হোসেন লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান।
বিআলো/ইমরান