• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    সংখ্যালঘু শব্দটিকে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে: ডাঃ জিয়াউদ্দিন হায়দার 

     dailybangla 
    19th Sep 2025 8:20 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির, ঝালকাঠি‌: আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ (সেপ্টেম্বর) শুক্রবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝালকাঠি জেলা কর্তৃক আয়োজিত ঝালকাঠি পৌরসভার দূর্গা মন্দির প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. অসীম কুমার সাহা।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউট এর প্রফেসর ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল, মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট তপন রায় চৌধুরী, ব্যবসায়ী ও জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান । আরো উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল চন্দ্র দে তরনী, চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক খোকন ব্রহ্ম, বিএনপি নেতা বিষ্ণু চন্দ্র ধর, চন্দন পোদ্দার এবং আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলোক সাহা।

    এ সময় উপজেলার সকল মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত থেকে পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বিঘ্নে পূজা সম্পন্ন করার নানান দিক নিয়ে সভায় বক্তারা আসন্ন পূজা উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা এবং সবার পারস্পরিক সৌহার্দ্যের উপর গুরুত্বারোপ করেন।
    প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন- বাংলাদেশ থেকে ধর্মীয় সংখ্যালঘু কথাটা আর শুনতে চাই না, আমাদের এই শব্দটাকে জাদুঘরে পাঠাতে হবে। এটা বিএনপির অন্যতম লক্ষ্য। আমরা সবাই বাংলাদেশী, এটাই আমাদের পরিচয়। আমাদের দলের ৩১ দফার মধ্যে দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট বার্তা আমাদের জ্ঞান ভিত্তিক এবং উন্নয়ন কেন্দ্রীক বাংলাদেশ গড়তে হবে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930