বাংলাদেশসহ ৯ দেশের ভিসা নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত
নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ওপর নতুন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতেও এই দেশগুলোর নাগরিকরা ভিসা পাবেন না।
আমিরাত সরকারের অভিবাসন বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
সম্ভাব্য কারণ
যদিও সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি, তবে বিভিন্ন সূত্রে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে-নিরাপত্তা উদ্বেগ: সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ, ভূরাজনৈতিক সম্পর্ক: কূটনৈতিক টানাপোড়েন, কোভিড-১৯ প্রতিরোধ: কঠোর প্রবেশ নীতিমালা ও সংক্রমণ নিয়ন্ত্রণ
কারা এই নিষেধাজ্ঞার বাইরে?
যেসব নাগরিক ইতিমধ্যে বৈধ ভিসা নিয়ে আমিরাতে বসবাস করছেন, তারা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। তবে নতুন ভিসার আবেদন করা আপাতত সম্ভব নয়।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে ধারণা করা হচ্ছে এবং নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে তা পর্যালোচনা করা হবে।
বিআলো/এফএইচএস