হিমালয় কন্যা পঞ্চগড়ে আগাম শীতের বার্তা
নিজস্ব প্রতিবেদক: হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করেই ঘন কুয়াশার আবরণ নেমে এসেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ জনপদ কুয়াশায় ঢেকে যায়। সকাল ৮টা পর্যন্ত চারপাশ ছিল ধূসর সাদা আস্তরণে মোড়া।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় উত্তর দিক থেকে পাহাড়ি হিম বাতাস প্রবাহিত হচ্ছে। এর ফলে রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা নেমে আসছে এবং শীতের আগমনী বার্তা দিচ্ছে। এখন থেকে ধীরে ধীরে শীত নামতে শুরু করবে বলেও জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ২৫ দশমিক ২ ডিগ্রিতে।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরেই সন্ধ্যার পর হালকা কুয়াশা পড়ছিল। তবে শনিবার সকালে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে যাওয়ায় শীতের আগাম আভাস পাওয়া যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমের পরিবর্তন শুরু হয়েছে। এর ফলে ভোরে ও রাতে কুয়াশা পড়ছে এবং বাতাসে শীতের আমেজ বইছে। প্রকৃতির এই রূপ বদলই পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা দিচ্ছে।
বিআলো/এফএইচএস