ফরিদপুরে ছেলেকে হত্যা করে মায়ের আত্মহত্যা
নিজ্সব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ অনুযায়ী, একটি গৃহবধূ তার পাঁচ বছর বয়সী ছেলে হত্যা করেছেন এবং পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন রমজান শেখের স্ত্রী সুমাইয়া বেগম (২৩) ও তার ছেলে হুজাইফা (৫)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। সুমাইয়া বেগম প্রথমে তার ছেলে হুজাইফাকে গলা কেটে হত্যা করেন এবং পরে গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সুমাইয়া বেগম মারা যান।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের খাটের ওপর থেকে শিশুটির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধূ সুমাইয়া বেগম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তবে প্রাথমিকভাবে এর কোনো কারণ জানা সম্ভব হয়নি।”
ওসি আরও জানান, এ বিষয়ে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
বিআলো/এফএইচএস