এনআইডি সংশোধনের আবেদন ৪৫ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ ইসির
dailybangla
20th Sep 2025 1:40 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে জনগণের ভোগান্তি কমাতে ৪৫ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব আখতার আহমেদ সম্প্রতি এই নির্দেশনা সকল পরিচালক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এনআইডি পরিচালক মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, সংশোধনের আবেদন প্রাপ্তির ৪৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। এই প্রক্রিয়ায় ভোটার হওয়ার জন্য আবেদন ফরমে উল্লেখিত তথ্যকে আদর্শ হিসেবে বিবেচনা করা হবে।
চলতি বছরের “ক্রাশ প্রোগ্রাম”-এর আওতায় প্রায় নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এখনও প্রায় তিন লাখ আবেদন ঝুলে রয়েছে।
বিআলো/এফএইচএস