• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    খাগড়াছড়িতে দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার 

     dailybangla 
    20th Sep 2025 1:50 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি, সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। জেলায় মোট ৬৪টি পূজামণ্ডপে প্রস্তুতি চলছে। শিল্পীদের হাতে মাটির প্রতিমা তৈরি ও সাজসজ্জা প্রায় শেষ পর্যায়ে, মণ্ডপগুলোতে চলছে রং তুলির কাজ।

    জেলা প্রশাসন ও পুলিশ দুর্গাপূজাকে নিরাপদ রাখতে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করেছে। জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, ঝুঁকিপূর্ণ কিছু মণ্ডপে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, মোবাইল প্রেট্রোলিং, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি থাকবে।

    খাগড়াছড়ি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার মজুমদার জানিয়েছেন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উৎসব উদযাপন নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক তমাল তরুণ দাশ জানিয়েছেন, প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকবেন, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে এবং সরকার ও স্থানীয় প্রতিষ্ঠান থেকে বরাদ্দ দেওয়া হয়েছে।

    উৎসবের সূচি অনুযায়ী, মহালয়ার (২১ সেপ্টেম্বর) মাধ্যমে দেবী পক্ষ শুরু হবে, ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা সমাপ্ত হবে। ধর্মবিশ্বাস অনুযায়ী, এ বছর দুর্গাদেবী গজে বা হাতির পিঠে চড়ে আগমন করবেন এবং দোলা বা পালকিতে ফিরে যাবেন।

    জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার আশা প্রকাশ করেছেন, সকলের প্রাণবন্ত অংশগ্রহণে দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930