চুরির অভিযোগে যুবককে কুকুর দিয়ে নির্যাতন, তিনজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা, ২০২৫: কুমিল্লার বুড়িচং উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে কুকুরের মাধ্যমে নির্যাতনের অভিযোগ উঠেছে। র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, শুক্রবার দুপুরে ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলের নিরাপত্তাকর্মীরা জুমার নামাজের সময় যুবক জয় কুমার সাহাকে (৩২) আটক করে। পরে তাঁকে দুটি জার্মান শেফার্ড কুকুর দিয়ে কামড় বসিয়ে নির্যাতন করা হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “স্টিল মিলের নিরাপত্তাকর্মীরা অতিরিক্ত সতর্কতার জন্য ওৎ পেতে বসে ছিলেন। যুবক কৌশলে মিলের ভেতরে প্রবেশ করলে তাঁকে আটক ও নির্যাতন করা হয়েছে।”
ঘটনার পর রাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিলের নিরাপত্তাকর্মী শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নিজেদেরই সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিয়েছিল।
ওসি আরও জানান, নির্যাতনের শিকার জয়কে সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে বুড়িচং থানার হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, জয় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বিআলো/এফএইচএস