• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ঈশ্বরদীতে বহিষ্কৃত বিএনপি নেতা পিন্টু-মেহেদী-মালিথার বিরুদ্ধে সংবাদ সম্মেলন 

     dailybangla 
    20th Sep 2025 7:42 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এলাকায় হত্যা চেষ্টা, হামলা, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

    গতকাল শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঈশ্বরদীর নির্যাতিত বিএনপি নেতা-কর্মীরা এই অভিযোগ করেন।

    অভিযোগে বলা হয়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুদ্দিন আহমেদ মালিথা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান এলাকায় হত্যা চেষ্টা, হামলা, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

    বিএনপির নাম ভাঙিয়ে তারা নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা, ক্যাডার বাহিনী দিয়ে সরকারি খাস জমি, ব্যক্তিগত জমি, মসজিদের জমি দখল, বালুমহাল জবরদখল এবং বেশি টাকা নিয়ে ইজারা আদায়ের মতো কাজ করছেন। এ ছাড়া মাদক সিন্ডিকেট গড়ে তুলে দিন-দুপুরে গুলি ছোড়াসহ আতঙ্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ ওঠে।

    সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে- চম্পা ধর্ষণ ও হত্যা মামলা (জি.আর-৩০১/৯৪), পৌর ছাত্রদল আহ্বায়ক আমীর সাকিব হত্যা মামলা (জি.আর-২২৬/৯৯), বিএনপি কর্মী আজম হত্যা মামলা (জি.আর-৩৯৪/০৯), রুজু হত্যা মামলা (জি.আর-১২৮/০৯), সাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি নায়েব অপহরণ মামলা (জি.আর-১০৫/০৫), বিএনপি কর্মী জিন্নাহ অপহরণ মামলা (জি.আর-৮৫/২০০৩) এবং নাটোর জেলা বিএনপি নেতা আমিনুল হকের ওপর হামলা মামলা (জি.আর-২৯/২০০৪)।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিন্টু মো. সোহেল রোসেন, যুবদল কর্মী ও সাবেক ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্বশিলার কলেজ, কাজী মো. শাসীনুর রহমান বাপ্পী, আসাদুল ইসলাম, মো. রাব্বী হোসেন শিতা, আক্তার হোসেন মাহপুর, মো. শাহীন সর্দার, মো. হৃদয় হাসেন এবং হামলায় আহত বেশ কয়েকজন নেতা-কর্মী।

    এফ/বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930