নতুন মডেল খুঁজছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ক্লাস। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় এগিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকদের মতে, এই অডিশন কেবল প্রতিযোগিতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কার্যক্রম, যা তরুণ-তরুণীদের ক্যারিয়ার গড়তে সাহায্য করবে।
দুপুরে রাজধানীর নিকেতন এলাকায় আয়োজিত এ অডিশনের প্রথম দিনেই অংশ নেন প্রায় ৭০ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ২৫ জনকে বাছাই করা হয় পরবর্তী ধাপের জন্য। নির্বাচিতদের ধাপে ধাপে প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার মডেল হিসেবে গড়ে তোলা হবে।
অডিশনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার রুমা সৈয়দ, ফ্যাশন বিশেষজ্ঞ সুমন হোসাইন, মডেল মারিয়া কিসপট্টা, অভিনেত্রী রাজ রীপা, ফ্যাশন ট্রেনার আজাদ ফারজানা লিমি, ব্র্যান্ড ওনার সুমনা সুমি এবং ফ্যাশন ডিজাইনার সোহান করীম। তারা অংশগ্রহণকারীদের র্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি এবং পোশাক নির্বাচনের ওপর গুরুত্ব দেন।
আয়োজক কমিটির মুখপাত্র সুমন হোসাইন বলেন, “একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্য নয়, প্রয়োজন আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং নিয়মিত প্রশিক্ষণ। আমাদের অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
প্রথম দিন থেকেই অংশগ্রহণকারীরা হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পান। সঠিকভাবে র্যাম্প ওয়াক, ক্যামেরার সামনে উপস্থাপন, পোশাক নির্বাচন থেকে শুরু করে মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের পাঠ দেন অভিজ্ঞ ট্রেনাররা।
অংশগ্রহণকারী নবীন মডেল শাকিরা বলেন, “প্রথম দিনেই অনেক কিছু শিখলাম। বিশেষ করে র্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি নিয়ে যেভাবে ট্রেনাররা নির্দেশনা দিয়েছেন, তা ভবিষ্যতে কাজে লাগবে।”
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা জানিয়েছেন, এই অডিশন ক্লাস থেকেই আগামী দিনে ফ্যাশন জগতে যুক্ত হবেন অনেক নতুন মুখ। ধাপে ধাপে প্রশিক্ষণের পর তাদের নিয়ে আয়োজন করা হবে একটি বড় র্যাম্প শো, যেখানে নবীনরা অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন।
বিআলো/তুরাগ