গুলিস্তানে অভিযান: ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ নারী কারবারি গ্রেফতার
dailybangla
21st Sep 2025 7:44 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর পল্টন থানা এলাকায় বিশেষ অভিযানে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত নারী হলেন— মোছাঃ পুতুল (৪৩)।
পুলিশ জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুতুলকে গ্রেফতার করা হয়।
অভিযানে তার কাছ থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পল্টন মডেল থানা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিআলো/তুরাগ