মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচের জমজমাট আয়োজন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ধুরাইল আড়িয়াল খাঁ নদীর চরবাজিতপুরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হবিগঞ্জ ব্রীজ থেকে চরবাজিতপুর শাহজালালের হাট পর্যন্ত নদীজুড়ে জমে ওঠে প্রতিযোগিতা।
প্রতিযোগিতা ঘিরে নদীপাড়ে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। করতালি আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বৈচিত্র্যময় নাম, রঙিন সাজসজ্জা এবং মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক দর্শকদের নজর কাড়ে। চেনা সুরের গান ও বৈঠার তাল মিলিয়ে চলতে থাকে বাইচের প্রতিটি ধাপ।
এই প্রতিযোগিতার আয়োজন করেন মো. জাহিদ খান, আর স্পন্সর করেন মিনি সুইজারল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্ক। মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে মোট ৮টি বাচারী নৌকা এতে অংশ নেয়।
বিজয়ী নৌকাগুলো হলো—
প্রথম পুরস্কার: ঘোড়া, স্বপন বয়রা (৬নং নৌকা)
দ্বিতীয় পুরস্কার: ৪৩ ইঞ্চি টিভি, বাদশা মাতুব্বর (১নং নৌকা)
তৃতীয় পুরস্কার: ১০ সিএফটি ফ্রিজ, রব মাতুব্বর (৪নং নৌকা) ও রিয়াদুল খান (৭নং নৌকা)
এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে তিনজনকে ৩২ ইঞ্চি টিভি এবং একজনকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে ধুরাইল ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোহসিন খান আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
পুরো প্রতিযোগিতা সফলভাবে পরিচালনায় সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং ধুরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো. বাদশা মাতুব্বর। সার্বিক সহযোগিতায় ছিলেন সমাজসেবক ওবায়দুর রহমান মাতুব্বরসহ আরও অনেকে।
বিআলো/তুরাগ