ইছামতি গ্রুপের নতুন নেতৃত্ব: হারুন ছিদ্দিকী চেয়ারম্যান, ইসমাইল ছিদ্দিকী ভাইস চেয়ারম্যান
dailybangla
22nd Sep 2025 12:04 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ইছামতি গ্রুপের বার্ষিক বোর্ড সভা গতকাল ঢাকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এই সভায় গ্রুপের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকীর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মোঃ হারুন ছিদ্দিকী চেয়ারম্যান এবং মোঃ ইসমাইল ছিদ্দিকী ভাইস চেয়ারম্যান হিসেবে। নতুন নেতৃত্বের অধীনে গ্রুপ আরও গতিশীল ও সৃজনশীল উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ইছামতি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এই নির্বাচন এবং বার্ষিক বোর্ড মিটিং আয়োজন করা হয়েছে। বোর্ড সদস্যরা প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করতে বিভিন্ন নীতি ও কর্মপরিকল্পনা নির্ধারণ করেছেন।
বিআলো/তুরাগ