তাহসান ঘোষণা করলেন: এটাই আমার শেষ কনসার্ট
নিজস্ব প্রতিবেদক: ২৫ বছরের সংগীত জীবন উদযাপন করতে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। সফরের অংশ হিসেবে পাঁচটি শহরে কনসার্টে অংশ নেওয়ার কথা থাকলেও সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, এবারই তার শেষ কনসার্ট।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে তাহসানকে বলতে শোনা গেছে, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। আমার মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?” তিনি আরও জানান, সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন।
অস্ট্রেলিয়া থেকে বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, বিষয়টি একান্তই ব্যক্তিগত। তিনি বলেন, হঠাৎ সিদ্ধান্তের পেছনে কোনো স্বাস্থ্যজনিত চাপ নেই, যদিও গত বছর তিনি জানিয়েছিলেন তার কণ্ঠনালিতে হেটেরোটোপিয়া নামক রোগ বাসা বেঁধেছে। এটি গলার কাঠামো পরিবর্তন করেছে এবং গান গাওয়ার মনোবল কমিয়েছে। তবে কনসার্ট ছাড়ার মূল কারণ ব্যক্তিগত এবং তিনি বিস্তারিত জানাতে চাননি।
তাহসান আগে অভিনয় থেকেও বিরতি নিয়েছেন। তিনি বলেছিলেন, “২০ বছর অভিনয়ে কাজ করার পর নিজেকেই বিরতি নিতে হয়। কাজ একঘেয়েমি হয়ে গেলে নিজেকেই থামিয়ে দিতে হয়। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার কাজের জন্যই ভালোবাসেন।”
এবারের ঘোষণা অনুসারে, অস্ট্রেলিয়া সফরের কনসার্টই হবে তাহসানের শেষ লাইভ পারফরম্যান্স, যা তার ভক্তদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
বিআলো/এফএইচএস