চুয়াডাঙ্গায় সুদের টাকার দাবিতে মরদেহ দাফনে বাধা, নিন্দার ঝড়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে সুদের টাকার দাবিতে এক ব্যক্তির মরদেহ দাফনের অনুমতি আটকানো হয়েছিল। পরে টাকা পরিশোধের পরই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, শনিবার (২০ সেপ্টেম্বর) রাজমিস্ত্রি হারুন (৪৫) মেয়ের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মারা যান। পরদিন (২১ সেপ্টেম্বর) সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শোকার্ত পরিবার জানাজা ও দাফনের প্রস্তুতি নেন।
সেসময় প্রতিবেশী মর্জিনা খাতুন দাবি করেন তিনি হারুনের কাছে ১৫ হাজার টাকা পাবেন। তিনি সরাসরি শর্ত জুড়ে দেন, টাকা পরিশোধ না হলে মরদেহ দাফন করা যাবে না। দুই ঘণ্টা ধরে এই বাকবিতণ্ডার পরে পরিবার বাধ্য হয়ে টাকা পরিশোধ করে।
গ্রামবাসী ও স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান এই ঘটনা ঘৃণ্য ও লজ্জাজনক উল্লেখ করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবীর জানান, এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় ওঠেছে।
বিআলো/এফএইচএস