নির্বাচনবিরোধী ষড়যন্ত্র চালানো হচ্ছে: বিএনপি নেতা সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, নির্বাচনবিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সংস্কার নিয়েও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, “অথচ তারা নিজেরাই সংস্কার চায় না, তারা মানুষকে ধোকা দিতে চায়।”
উল্লেখযোগ্যভাবে, তিনি ফটিকছড়ির ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়ায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরওয়ার আলমগীর দাবি করেন, “দেশ পরিচালনায় বিএনপির বিকল্প নাই। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হবে, লুটপাট বন্ধ হবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং যুব-ছাত্রদলের নেতা- কর্মীরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, আবুল খায়ের, আবুল হোসেন আবু, মো. এনাম, নুর মেম্বার, সাজ্জাদুল জামাল, গোলাফর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখযোগ্য বক্তৃতা দেন নজরুল ইসলাম চৌধুরী মানিক, একরামুল হক একরাম, জাহাঙ্গীর আলম, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, শাকিল চৌধুরী রনি, মো. আলম, বেলাল, নাজিম, ইয়াকুব, জুনায়েদ ও এরশাদ।
বিআলো/এফএইচএস