বাংলাদেশ স্বাগত জানাল ফিলিস্তিনের স্বীকৃতিকে
dailybangla
22nd Sep 2025 2:26 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশগুলোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির পথে একটি পদক্ষেপ। তবে ফিলিস্তিনের জনগণকে এখনও আরও পথ পাড়ি দিতে হবে।”
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে তৌহিদ হোসেন বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম। চার দেশের স্বীকৃতি তাদের জন্য সুখবর।” তিনি আরও জানান, ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।
এতে ফিলিস্তিনকে জাতিসংঘে ১৫১ দেশের প্রত্যক্ষ সমর্থন মিলেছে এবং নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটি দেশের স্বীকৃতি নিশ্চিত হতে যাচ্ছে।
বিআলো/এফএইচএস