• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    লক্ষ্মীপুরে বিকাশ ও নগদের প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। লক্ষ্মীপুরে বিকাশ ও নগদের প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।  

     dailybangla 
    22nd Sep 2025 2:34 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আজ সোমবার সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের ক্যাপ্টেন রাহাত খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের আনন্দ শাহ পোলের গোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী।

    তারা হলেন, সদর উপজেলার জাহানাবাদ এলাকার ফজর আলীর ছেলে ফয়েজ হোসেন (৩০), একই এলাকার মৃত আলী হায়দারের ছেলে মো. হৃদয় (২৮), লক্ষ্মীপুত এলাকার আলী আকবরের ছেলে মো. সোহেল (২৫) ও সমসেরাবাদ এলাকার মো. ইসমাইলের ছেলে শিহাব উদ্দিন (৩০)।

    এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

    সেনাবাহিনী জানায়, আটক ৪ জনই বিকাশ ও নগদ প্রতারক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে তারা বিকাশ নগদ হিসাবের টাকা নিয়ে যায়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    এ সময় তাদের কাছ থেকে ২৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, নগদ ৫৯ হাজার ৩৪০ টাকা, ৪টি ডেক্সটপ, ৮টি চার্জার, ৪টি কিবোর্ড, ১টি পিসি, ১০টি চেক বই, ৬টি মাউস, ৩ হাজার ৩১০ টাকা (নষ্ট), একটি রাউটার, ২ টি ডেবিট কার্ড ও ৫ হাজার ৩৪২ টাকার বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930