• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রীতমের সাথে ‘উরাধুরা’ গানে নাচলেন হানিয়া আমির 

     dailybangla 
    22nd Sep 2025 2:42 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। প্রথমবারের মতো বাংলাদেশে এসে তিনি জমিয়ে তুললেন সানসিল্ক আয়োজিত এক ঝলমলে রাত।

    শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল হোটেল শেরাটনে বিশেষ এ আয়োজন। সেখানে শাকিব খানের ‘উরাধুরা’ গানের তালে নেচে ভক্তদের মন জয় করলেন এই অভিনেত্রী হানিয়া আমির।

    মঞ্চে তিনি প্রথমে কালো রংয়ের ক্লাসিক গাউনে উপস্থিত হন। এরপর সবাইকে চমক দিয়ে শাড়িতে দ্যুতি ছড়ান।

    হাততালিতে তখন মুখর অনুষ্ঠানের চারপাশ। মঞ্চে ছিলেন গায়ক প্রীতম হাসান। ওই সময় ‘তুফান’-এর জনপ্রিয় গান ‘তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরাধুরা’ বেজে ওঠে।

    গানের ছন্দে নাচতে শুরু করেন গায়ক। হানিয়াকে শেখান কিছু নাচের মুদ্রা। এ সময় দর্শকের দিকে হাত নেড়ে সে মুদ্রা অনুসরণ করে নাচতে শুরু করেন হানিয়া।

    সোনালি রঙের ঝলমলে শাড়িতে হানিয়ার প্রাণবন্ত হাসি আর নাচের ভঙ্গিমা হৃদয় ছুঁয়ে যায় দর্শকের। পুরো অনুষ্ঠানে বাংলাদেশের ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করেছেন পাকিস্তানের এ অভিনেত্রী।

    প্রসঙ্গত, সানসিল্কের আয়োজনে ‘গেট রেডি উইথ মি’ কনটেস্টের বিজয়ীদের সঙ্গে সরাসরি দেখা করেছেন হানিয়া আমির। আজ (২১ সেপ্টেম্বর) তিনি অংশ নেবেন ব্র্যান্ডটির এক্সক্লুসিভ ফটোশুটে। এরপরই শেষ হবে ঢাকার এই রঙিন সফর। তিনি ফেরত যাবেন পাকিস্তানে।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930