জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
dailybangla
22nd Sep 2025 2:42 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভা বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এবং এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি দেশের কোথাও চাঁদ দেখা যায়, তা টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এ জানানো যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর দেওয়ার অনুরোধ করা হয়েছে।
বিআলো/এফএইচএস