ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমের ছয় আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারদের মধ্যে ঝটিকা মিছিলের অর্থায়নকারীও রয়েছেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতাররা নিষিদ্ধ দলের ব্যানারে রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন: উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪), গাজীপুর ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।
তিনি জানান, গ্রেফতার অভিযানটি বিভিন্ন সময়ে পরিচালিত হয়। ২১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বেইলি রোড থেকে কামাল হোসেনকে এবং রাত ১০:৩০ মিনিটে জুরাইন এলাকা থেকে মনির হোসেনকে গ্রেফতার করা হয়। ধানমন্ডি এলাকা থেকে রাত ১১টায় আব্দুল ওয়াদুদ পিন্টুকে, চকবাজার এলাকা থেকে রাত ৬টায় রনিকে এবং রাত ১১:৪৫ মিনিটে মোহাম্মদ হাবিবুর রহমান গাজীকে গ্রেফতার করা হয়। এছাড়া রোববার রাত ১:২৫ মিনিটে বনশ্রী ডি-ব্লক এলাকা থেকে জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। ডিবি কর্মকর্তা বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআলো/এফএইচএস