শিবচরে তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে তালাবদ্ধ ঘর থেকে রেনু বেগম (৬০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায়। রেনু বেগম ওই এলাকার মৃত সাদেক হাওলাদার এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেনু বেগম অনেকদিন ধরে বাড়িতে একা থাতেন। এক ছেলে ঢাকায় চাকরি করেন, দুই মেয়ে বিবাহিত। সোমবার সকালে এক মেয়ে তাকে একাধিকবার ফোন করেন, কিন্তু রেনু বেগম ফোন ধরেননি। পরে প্রতিবেশীদের অবহিত করলে, তারা গিয়ে দেখেন ঘরের দরজা তালাবদ্ধ। জানালা দিয়ে ঘরের ভিতর দেখা যায় বিছানায় রক্তাক্ত অবস্থায় রেনু বেগমকে পড়ে থাকতে।
মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের মেয়ের স্বামী আমির হোসেন জানান, ‘রাতে স্ত্রী মায়ের সঙ্গে কথা বলেছেন। সকালের এই ঘটনা আমাদের হতবাক করেছে। কে বা কেন এটি ঘটিয়েছে তা বোঝা যাচ্ছে না।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে। এ মুহূর্তে অন্য কিছু বলা যাচ্ছে না।’
বিআলো/এফএইচএস