আমাদের পরিচয় একটাই-আমরা বাংলাদেশী: ড. খন্দকার মারুফ হোসেন
মো. শাহাদাত হোসেন সাকু, দাউদকান্দি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির উদ্যোগে দাউদকান্দিতে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন মারুফ ভিলায় এ আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার। এ ছাড়া বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার নেতারাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, হাসিনা হিন্দুদের ‘সংখ্যালঘু’ ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে। কিন্তু বিএনপি কোনো সম্প্রদায়কে সংখ্যালঘু মনে করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম-সবাই বাংলাদেশী। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশী।
তিনি আরও জানান, দাউদকান্দি উপজেলার ৪২টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, গতবছর ওমরাহ পালনের কারণে পূজামণ্ডপে যেতে পারিনি। তবে এবার প্রতিটি পূজামণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা নিয়েছি।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিআলো/এফএইচএস