বিএনপিতে যোগ দিলেন মাসুদুজ্জামান মাসুদ, ঐক্যের ডাক
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। এসময় তিনি দলের অভ্যন্তরে ঐক্যের ডাক দেন এবং জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে ও সদস্যপত্র গ্রহণের মাধ্যমে তিনি দলে যোগ দেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজও মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। মাসুদুজ্জামান মাসুদের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব দলের সাথে যুক্ত হওয়ায় আমরা আনন্দিত।
যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ বলেন, আজকের এই দিনটি আমার জীবনের নতুন অধ্যায়। বিএনপিকে দুর্নীতিমুক্ত রেখে মানুষের পাশে থাকতে চাই। নারায়ণগঞ্জের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের পথে এগিয়ে যাবো।
তিনি আরও বলেন, আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নেই। এখন সবচেয়ে জরুরি হচ্ছে ঐক্য। সামনে অনেক দূর পথ পাড়ি দিতে হবে, তাই সবাইকে একসঙ্গে থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ও সাইয়েদুল আলম বাবুল, সাবেক এমপি আলহাজ্ব গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিআলো/এফএইচএস