চাঁদপুর পুলিশ লাইন্স ও সদর মডেল থানা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বিপিএম-সেবা চাঁদপুর জেলায় পুলিশ লাইন্স ও সদর মডেল থানা পরিদর্শন করেছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি চাঁদপুরে আগমন করলে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন উপলক্ষে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি চাঁদপুর রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্সে সি-স্টোর, ডি-স্টোর, অস্ত্রাগার, পুলিশ হাসপাতালসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এছাড়াও জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
পরবর্তীতে তিনি চাঁদপুর পুনাক অফিস পরিদর্শন করেন। পুনাক চাঁদপুরের সভানেত্রী নাফিয়া নাজমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিআইজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেন। এসময় কর্মরত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করে করণীয় সংক্রান্তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, চাঁদপুর সদর সার্কেল মোহাম্মদ আব্দুল হান্নান রনি, শিক্ষানবিশ/প্রবেশনার এএসপি শারমিন আক্তার, সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও থানার অন্যান্য অফিসার-ফোর্সবৃন্দ।
বিআলো/তুরাগ