২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘উদীয়মান সূর্য’
স্বপ্ন, ত্যাগ আর ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে ‘এই যুদ্ধের সিনেমা’
বিনোদন প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধভিত্তিক গল্প সবসময়ই দর্শকের হৃদয়ে আলাদা আবেগ তৈরি করে। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তরুণ নির্মাতা এস.এম শফিউল আযম পরিচালিত নতুন চলচ্চিত্র “উদীয়মান সূর্য”। ছবিটি মুক্তিযুদ্ধের ইতিহাস, সংগ্রামী মানুষের স্বপ্ন, ভালোবাসা এবং ত্যাগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিটি যে নায়ক হিসেবে অভিনয় করছেন সাদমান সাবির নায়িকা কান্তা নুর
পরিচালক এস.এম শফিউল আযম জানিয়েছেন, এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনুপ্রেরণা দিতে চান। তাঁর মতে, মুক্তিযুদ্ধ কেবল একটি ঐতিহাসিক অধ্যায় নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক। তাই গল্প, আলো, ছায়া আর স্বপ্নের মিশেলে নির্মিত এই ছবিটি দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।
চলচ্চিত্রটির প্রচারণার অংশ হিসেবে আজ প্রকাশিত হয়েছে রোমান্টিক গান ‘অচেনা অনুভূতি’। গানটির সুর, লিরিক ও সংগীতায়োজন পেয়েছে বিশেষ প্রশংসা। শিল্পী স্বরন ও জুয়েল তাঁদের কণ্ঠে গানটিতে এনেছেন ভিন্ন আবেগ, যা শ্রোতাদের মুগ্ধ করছে। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।
দর্শকরা বলছেন, গানটি শুধু একটি সংগীত নয়, বরং ছবিটির আবহকে তুলে ধরেছে। গানের কথার গভীরতা, সুরের মাধুর্য এবং গায়কীর আবেগ তাঁদের ভিন্নভাবে নাড়া দিয়েছে। ফলে সিনেমাটির প্রতি তাঁদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।
‘উদীয়মান সূর্য’ কেন দেখবেন—এমন প্রশ্নে অনেকেই মনে করছেন, মুক্তিযুদ্ধের নতুন গল্প ও অভিনব উপস্থাপনা ছবিটিকে অনন্য করবে। পাশাপাশি সমকালীন ও তরুণ অভিনয়শিল্পীদের অভিনয়, আবেগঘন গান এবং দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল উপস্থাপন ছবিটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই চলচ্চিত্র। এর আগে প্রযোজনা সংস্থা আরও কয়েকটি গান ও ট্রেলার প্রকাশ করবে বলে জানা গেছে। দর্শকরা এখন অপেক্ষা করছেন বড় পর্দায় **‘উদীয়মান সূর্য’**র উদ্ভাসিত রূপ দেখার জন্য।
বিআলো/তুরাগ