প্রতিমা পরিদর্শনে পুলিশ সুপার : মানবিকতায় খুশী নরসিংদী বাসী
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তিনি জেলার পলাশ থানাসহ বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারখানা ও পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলেন এবং প্রস্তুতির খোঁজখবর নেন। পাশাপাশি স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আলোচনা করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়মিতভাবে প্রতিমা কারখানা ও পূজামণ্ডপ তদারকি করছেন। এতে সামগ্রিক নিরাপত্তা জোরদার হয়েছে।
পুলিশ সুপার বলেন, “শান্তিপূর্ণ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
পুলিশ সুপারের এ ধরনের মানবিক উদ্যোগে নরসিংদীবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
বিআলো/এফএইচএস