টাইগারদের ৪১ রানে হারিয়ে এশিয়া কাপ ফাইনালে ভারত
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ফাইনালে উঠল ভারত। দুবাইয়ে সুপার ফোর পর্বে বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে শীর্ষে থাকা ভারতের সংগ্রহ দাঁড়াল ৪ পয়েন্টে এবং এর ফলে বিদায় নিল শ্রীলঙ্কা, যারা প্রথম দুই ম্যাচেই হেরেছে।
প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে নেয় ১৬৮ রান। ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ইনিংস খেলেন—মাত্র ৩৭ বলে ৭৫ রান, যাতে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। তবে তার বিদায়ের পর ভারত হঠাৎ ধাক্কা খেলেও হার্দিক পান্ডিয়া ৩৮ রান করে দলকে লড়াইয়ের স্কোরে পৌঁছে দেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার সাইফ হাসান একাই লড়াই চালিয়ে যান। তিনি করেন ৫১ বলে ৬৯ রান, যার মধ্যে পাঁচটি ছক্কা ছিল। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো সাপোর্ট না পাওয়ায় বাংলাদেশ থামে ১৯.৩ ওভারে ১২৭ রানে।
ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৩ উইকেট, আর বুমরাহ ও বরুণ চক্রবর্তী শিকার করেন দুটি করে।
ফলে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল ভারত। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বৃহস্পতিবারের ম্যাচে ঠিক হবে কে ভারতের প্রতিপক্ষ হবে শিরোপা নির্ধারণী লড়াইয়ে।
বিআলো/শিলি