টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে মোস্তাফিজ
স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে নতুন মাইলফলক ছুঁলেন মোস্তাফিজুর রহমান। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করেন তিনি। এর মধ্য দিয়ে এক দশক ধরে বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারির রেকর্ড হারালেন সাকিব আল হাসান।
১১৮ ম্যাচে ১৫০ উইকেট নিয়ে বর্তমানে মোস্তাফিজ আছেন চতুর্থ স্থানে। এর আগে নিউজিল্যান্ডের টিম সাউদি, ইশ সোধি এবং আফগানিস্তানের রশিদ খান ছুঁয়েছেন এই মাইলফলক। সর্বোচ্চ ১৭৩ উইকেট নিয়ে শীর্ষে আছেন রশিদ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট এখন মোস্তাফিজের (১৫০), এরপর আছেন সাকিব (১৪৯), তাসকিন আহমেদ (৯৯), মেহেদী হাসান (৬১) ও শরীফুল ইসলাম (৫৮)।
টি-টোয়েন্টির রেকর্ড হারালেও টেস্ট ও ওয়ানডেতে এখনো দেশের সেরা বোলার সাকিব আল হাসান। টেস্টে তার উইকেট সংখ্যা ২৪৬, যা থেকে মাত্র ৯ উইকেট পিছিয়ে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে ওয়ানডেতে সাকিবের রেকর্ড অনেকটাই নিরাপদ। ৩১৭ উইকেট নিয়ে তিনি শীর্ষে, যেখানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজ ১৭৫ উইকেট নিয়ে সবচেয়ে কাছে রয়েছেন, যদিও এখনও ১৪২ উইকেট দূরে।
বিআলো/শিলি