ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যুবরণকারী ফায়ার ফাইটার নুরুল হুদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল পূর্বপাড়া গ্রামের নিজ বাড়িতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্ব গার্ড অব অনার দেয়া হয়।
জানাজায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অংশ নিয়ে আগুন নিয়ন্ত্রণের সময় মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানাজা শেষে বড় ভাই শামছুল হুদার কবরের পাশে তাকে দাফন করা হয়।
বিআলো/শিলি