বিয়ে নয়, ভালোবাসার বাঁধনে হৃতিক-সাবা
বিনোদন ডেস্ক: বলিউডের রূপালি দুনিয়ায় প্রেম মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আলোচনার শীর্ষেই এখন হৃতিক রোশান ও সাবা আজাদ। প্রায় তিন বছরের এই পথচলায় তাঁরা যেন প্রমাণ করেছেন- ভালোবাসার প্রকাশের জন্য সবসময় ‘বিয়ে’ নামের মোড়ক জরুরি নয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা হৃদয়ের দরজা খুলে বলেন, তাঁর জীবনে কখনোই পরিবারের পক্ষ থেকে বিয়ের চাপ আসেনি। ছোটবেলায় বাবা-মায়ের সেই শিক্ষা আজও তাঁর কাছে সমান মূল্যবান। সাবার কথায়, “যদি মন না চায়, তবে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। ভালোবাসা থাকাটাই সবচেয়ে বড়।”
এই একটুখানি বাক্যে যেন পরিষ্কার হয়ে গেল- হৃতিক আর সাবা তাঁদের সম্পর্ককে নিয়ম বা প্রথার শিকলে বাঁধতে চান না। তাঁরা চান মুহূর্তকে উপভোগ করতে, একে অপরের পাশে থেকে জীবনকে সুন্দর করে তুলতে।

২০২২ সালের করণ জোহরের জন্মদিনের পার্টিতে হাত ধরে প্রথম প্রকাশ্যে আসা থেকে শুরু করে সমুদ্রের ঢেউয়ের মাঝে ছুটি কাটানো কিংবা পারিবারিক আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করা- প্রতিটি দৃশ্যই যেন রঙিন কোলাজে আঁকে তাদের ভালোবাসার ছবি।
আরও উল্লেখযোগ্য, হৃতিকের দুই ছেলে রেহান ও হৃদান, এমনকি প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গেও সাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন তাঁদের গল্পকে করে তুলেছে আরও অনন্য, আরও পরিপূর্ণ।
হৃতিক-সাবার প্রেম যেন প্রমাণ করে- ভালোবাসা মানে শুধুই বিয়ে নয়, বরং বিশ্বাস, বোঝাপড়া আর হৃদয়ের টান। বলিউডের এই জুটি তাই হয়ে উঠেছেন এক রোমান্টিক প্রেরণা, যেখানে সম্পর্কের সবচেয়ে বড় উদযাপন হলো- একসঙ্গে থাকা।
বিআলো/শিলি