নরসিংদীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
dailybangla
25th Sep 2025 7:57 pm | অনলাইন সংস্করণ
সীমা আক্তার: নরসিংদী জেলা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. ফখরুদ্দীন ভূঁঞা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, ফখরুদ্দীনের এই পদোন্নতি তার নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও উদ্যমী ও আন্তরিকভাবে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করবেন।
পুলিশ সুপার মেনহাজুল আলম আরও বলেন, এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো জেলা পুলিশের জন্যই অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস