বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক শফিকুল আলমের জানাজা শেষে দাফন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের পরিচালক শফিকুল আলম আর নেই। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা বৃহস্পতিবার ফজর নামাজের পর আদাবর ৬ নম্বর সেকশনের বায়তুল আমান জামে মসজিদে অনুষ্ঠিত হয়। পরে সকালে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুরের বসিলা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ, সকল পরিচালক, কর্মকর্তা-কর্মচারী জানাজায় অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শফিকুল আলম বিসিএস (তথ্য) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিআলো/তুরাগ