আশুলিয়া থানার সাবেক ওসি মনিরুল হক ডবলু ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডবলু।
আশুলিয়া থানায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন তিনি। পরবর্তীতে কেরানীগঞ্জ মডেল থানায় যোগদানের পরও সেই ধারাবাহিকতা বজায় রেখে অল্প সময়েই জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি অর্জন করেন।
স্থানীয় জনগণ ও সহকর্মীরা জানান, ওসি মনিরুল হক ডবলু সবসময় জনগণের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে চুরি, ডাকাতি, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কেরানীগঞ্জ মডেল থানার একাধিক সূত্র জানায়, ওসি মনিরুল হক ডবলুর নেতৃত্বে থানার কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তিনি থানাকে জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার সাফল্যে পুলিশ প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক মহল তাকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় দায়িত্বে দেখতে চেয়েছেন।
বিআলো/তুরাগ